জার্মানির ডাড স্কলারশিপ, মাসে ৯৩৪ ইউরোসহ বিমান-বাড়িভাড়া-পরিবারের সদস্য ভাতা

0
31
জার্মানির ডাড স্কলারশিপ

বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দিচ্ছে জার্মানির সরকার। ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের উচ্চশিক্ষাপ্রত্যাশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ডাড হলো জার্মানির অন্যতম একটি স্কলারশিপ। দ্য জার্মানি একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, যাকে সংক্ষেপে বলা হয় ডাড স্কলারশিপ। এটি প্রথম চালু হয় ১৯২৫ সালে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ স্কলারশিপে আবেদন করতে পারেন। এ স্কলারশিপে প্রতিবছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে অর্থায়ন করা হয়ে থাকে। ডিএএডি জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ বৃত্তি। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের অর্থায়নে এ বৃত্তি দেওয়া হয়। উন্নয়নশীল দেশের স্নাতকোত্তর বা পিএইচডি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। যদিও সব বিষয়ে এ বৃত্তি পাওয়া যায় না

সুযোগ-সুবিধা

জার্মানিতে অন্যান্য স্কলারশিপের তুলনায় ডাডের সুযোগ-সুবিধা অনেক বেশি। এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা যে যে সুযোগ-সুবিধা পাবেন, তা হলো—

* টিউশন ফি ও পরীক্ষার ফি।

* মাসিক ভাতা (৯৩৪ ইউরো)।

* উড়োজাহাজের জন্য টিকিট।

* স্বাস্থ্যবিমা।

* বাড়িভাড়া ও পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা।

* অধ্যয়ন ও গবেষণাকাজের জন্য ভর্তুকি।

* ৬ মাস মেয়াদি জার্মান ভাষা কোর্স।

আবেদনের যোগ্যতা

* আবেদনের যোগ্যতা হিসেবে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে।

* সবশেষ ডিগ্রি প্রাপ্তির ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে।

* প্রার্থীকে উন্নয়নশীল দেশের হতে হবে।

* আবেদন ইংরেজি অথবা জার্মান ভাষায় করতে হবে।

* আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হব

আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

আবেদন কীভাবে

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনের বিস্তারিত জানতে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.