বাংলাদেশ ও ভারতের স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করেছেন বিলুপ্ত বিভিন্ন ছিটমহলের বাসিন্দারা।
এ উপলক্ষে বুধবার রাত ১২টা ১ মিনিটে সদর উপজেলার বিলুপ্ত গারাতি ছিটমহলে কলেজ মাঠ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দীর্ঘ ৬৮ বছরের অবহেলা থেকে মুক্তির জন্য ৬৮টি মোমবাতি এবং চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে চারটি মশাল প্র্রজ্জ্বলন করা হয়।
বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার পুঠিমারি বিলুপ্ত ছিটমহলসহ বিভিন্ন ছিটমহলে দিসবটি উদযাপনে আনন্দ র্যালি, বিশেষ মোনাজাত, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আলোচনা সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে ছিটমহলের বাসিন্দাসহ স্থানীয়রা অংশ নেন।
২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে (১ আগস্ট) বাস্তবায়ন হয় বাংলাদেশ-ভারতের বহুল আলোচিত ছিটমহল বিনিময় চুক্তি। এই চুক্তির ফলে বাংলাদেশি ভূখণ্ডে যোগ হয় ১১১ ভারতীয় ছিটমহলের ১৭ হাজার ১৬০ দশমিক ৬৩ একর জমি।
৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্ত হয় ছিটমহলের বাসিন্দারা।িএর ফলে পঞ্চগড়ের তিন উপজেলার ৩৬টি ভারতীয় ছিটমহলের ২০ হাজারের বেশি বাসিন্দা বাংলাদেশি নাগরিকত্ব পান।।