৫০ হাজার ইউরোর তহবিল জিতলেন রুবাইয়াত

0
110
পরিচালক রুবাইয়াত হোসেনছবি: সংগৃহীত

প্রোডাকশন ফান্ডিং শাখায় বাংলাদেশের সিনেমা ছাড়াও ভেনেজুয়েলার সিনেমা ‘আই উইল মিউটেট লাইক আ জঙ্গল অ্যানিমেল’ জিতেছে ৫০ হাজার ইউরো, ৩০ হাজার করে জিতেছে ইরানের ‘লেটারস ফ্রম মিস ইরান’, আর্জেন্টিনার ‘লাভারস ইন দ্য স্কাই’ ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের তথ্যচিত্র ‘লা ফাদ্যু’। ওয়ার্ল্ড সিনেমা ফান্ডে প্রোডাকশন ফান্ডিং বিভাগ ছাড়াও ওয়ার্ল্ড সিনেমা ফান্ড ইউরোপ, ওয়ার্ল্ড সিনেমা ফান্ড আফ্রিকা ও ওয়ার্ল্ড সিনেমা ফান্ড ডিস্ট্রিবিউশন বিভাগ থেকে তহবিল দেওয়া হয়ে থাকে।

ওয়ার্ল্ড সিনেমা ফান্ড ডিস্ট্রিবিউশন বিভাগে ‘অ্যানহেল৬৯’ নামের এই সিনেমাটি সহায়তা পেয়েছে

ওয়ার্ল্ড সিনেমা ফান্ড ডিস্ট্রিবিউশন বিভাগে ‘অ্যানহেল৬৯’ নামের এই সিনেমাটি সহায়তা পেয়েছে
ছবি: সংগৃহীত

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর একটি ধারণামূলক ছবি এর আগে প্রথম আলোকে পাঠিয়েছিলেন পরিচালক। সেখানে দেখা যায়, দেয়ালে বর্ণিল ফুলের ছাপ। আয়না ধরে আছে একটি হাত, তাতে মুখঢাকা এক নারী। গায়ে লাল-নীল পোশাক, গলায় হার। এর মধ্য দিয়ে একজন নারীর সংগ্রামের গল্প তুলে ধরেছেন রুবাইয়াত হোসেন। তিনি জানান, আগামী বছর সিনেমাটির শুটিং শুরু করবেন।

‘শিমু’ সিনেমার পোস্টার

‘শিমু’ সিনেমার পোস্টার
ছবি: সংগৃহীত

এ পরিচালকের সর্বশেষ সিনেমা শিমু। ফ্রান্স, ডেনমার্ক, জাপান, পর্তুগালসহ ১০টি দেশে এটি বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছিল। ২০১৯ সালের টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ‘সমকালীন বিশ্ব চলচ্চিত্র’ শাখায়ও প্রদর্শিত হয়েছিল শিমু। স্টকহোম, এশিয়া প্যাসিফিক ছাড়াও বেশ কিছু উৎসবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে প্রশংসা পেয়েছিল। চলতি বছর সিনেমাটি হলে মুক্তি পায়। এর আগে ‘মেহেরজান’ ও ‘আন্ডারকনস্ট্রাকশন’ নামে দুটি ছবি বানিয়েছিলেন রুবাইয়াত হোসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.