টিপু-প্রীতি হত্যা: পলাতক আটজনের নামে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

0
181
আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি

ঢাকার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আট আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মুখ্য মহানগর হাকিম রাজেশ চৌধুরী বৃহস্পতিবার এ আদেশ দেন। এ সংক্রান্ত প্রতিবেদনে দাখিলের জন্য আগামী ৮ অক্টোবর দিন ঠিক করেন আদালত।

পলাতক আসামিরা হলেন- জিসান ওরফে জিসান আহাম্মেদ ওরফে মন্টু ওরফে এমদাদুল হক, জাফর আহমেদ মানিক ওরফে ফ্রিডম মানিক, গোলাম আশরাফ তালুকদার, রিফতি হোসেন, সোহেল ওরফে রানা মোল্লা, আমিনুল ইসলাম, সামসুল হায়দার ও কামরুজ্জামান।

তাদের মধ্যে জিসান ও মানিক পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তারা বিদেশে পালিয়ে থেকে এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে পুলিশ। মামলার অপর আসামি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর বুধবার আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান আদালত। এর আগে গত ২০ জুন মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ৯ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।

গত বছরের ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুলকে গুলি করে হত্যা করা হয়। সে সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফনান ওরফে প্রীতিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় জাহিদুলের স্ত্রী ফারহানা ইসলাম শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন। গত ৫ জুন এ মামলায় ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.