চীনে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে এ ঘটনা ঘটেছে। বিরূপ আবহাওয়ার কবল থেকে সাধারণ মানুষকে রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
কয়েক সপ্তাহ ধরে প্রবল বর্ষণের ফলে চীনে এ বন্যা দেখা দেয়। ঝোড়ো বাতাস ও টানা বৃষ্টিতে সেখানে প্রাণঘাতী ভূমিধস হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে চীনের বিভিন্ন অঞ্চলে এ ধরনের বিপর্যয়কর ঘটনা ঘটছে বলে মনে করছেন দেশটির সাধারণ মানুষ।
টানা বৃষ্টি ও বন্যার কারণে হাজার হাজার মানুষ বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়েছেন। ধ্বংস হয়ে গেছে অসংখ্য সেতু ও ঘরবাড়ি। পানির স্রোতে ভেসে গেছে অনেক গাড়ি। বন্যার কারণে ১ লাখ ৩০ হাজার মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সাড়ে সাত হাজার হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।