চীনে বন্যায় ১৫ জনের মৃত্যু

0
173
বন্যাদুর্গতদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।ছবি: রয়টার্স

চীনে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে এ ঘটনা ঘটেছে। বিরূপ আবহাওয়ার কবল থেকে সাধারণ মানুষকে রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

কয়েক সপ্তাহ ধরে প্রবল বর্ষণের ফলে চীনে এ বন্যা দেখা দেয়। ঝোড়ো বাতাস ও টানা বৃষ্টিতে সেখানে প্রাণঘাতী ভূমিধস হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে চীনের বিভিন্ন অঞ্চলে এ ধরনের বিপর্যয়কর ঘটনা ঘটছে বলে মনে করছেন দেশটির সাধারণ মানুষ।

টানা বৃষ্টি ও বন্যার কারণে হাজার হাজার মানুষ বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়েছেন। ধ্বংস হয়ে গেছে অসংখ্য সেতু ও ঘরবাড়ি। পানির স্রোতে ভেসে গেছে অনেক গাড়ি। বন্যার কারণে ১ লাখ ৩০ হাজার মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সাড়ে সাত হাজার হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.