ফিল্ডিংয়ে বাংলাদেশ, মোস্তাফিজের জায়গায় তানজিম

0
147
ফিল্ডিংয়ে বাংলাদেশ

টানা ছয়টি ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। এবারের আসরে আর দুটি ম্যাচই বাকি আছে লাল-সবুজের দলের। আজ ওয়ানডে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। গুরুত্ত্বহীন এই ম্যাচেও দুই দলকে লড়াই করতে হবে। কারণ, এই ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশ-শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসভাগ্যে হেসেছে সাকিব আল হাসান। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আগে ব্যাট করবে শ্রীলঙ্কা।

২ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে থাকা বাংলাদেশকে এজন্য জিততে হবে শেষ দুই ম্যাচেই। তবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের রেকর্ড মোটেও ভালো নয় বাংলাদেশ দলের। এখন পর্যন্ত বিশ্বকাপের আসরে চারবারের দেখাতে বাংলাদেশের জয় নেই একটিতেও। দুই দল অতীতে ৫৩ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ৪২ ম্যাচে জয় পায় শ্রীলংকা। ৯টিতে জয় পায় বাংলাদেশ। ২ ম্যাচে কোনো ফল হয়নি। গত আগস্টে এশিয়া কাপে সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে দেখা হয়েছিলো বাংলাদেশ-শ্রীলংকার। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে ৫ উইকেটে এবং সুপার ফোরে ২১ রানে হারিয়েছিল শ্রীলংকা।

তবে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজ দেশের বিপক্ষে জিততে বেশ আত্মবিশ্বাসী। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে তিনি বলেন, ‘আমাদের খেলতে হবে নিজের সেরাটাই। পিচ ও মাঠ দারুণ, যে মাঠগুলোতে খেলছি এরমধ্যে এটাই হয়তো সেরা।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.