এবার বিএনপির ৪ অঙ্গ ও সহযোগী সংগঠন কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎসজীবী দলের যৌথ উদ্যোগে ৬ বিভাগে পদযাত্রা কর্মসূচি পালন করবে। জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে, রংপুরের দিনাজপুরে, খুলনার যশোরে ও সিলেটের হবিগঞ্জে পদযাত্রা আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। দু’একদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দলের আয়োজনে ৬ বিভাগে পদযাত্রা হবে।
আগামী ১২ জুলাই নোয়াখালী (চট্টগ্রাম বিভাগ) থেকে এ কর্মসূচি শুরু হবে জানিয়ে তিনি বলেন, আশা করছি বিপুল সংখ্যক নেতাকর্মী এ পদযাত্রায় অংশ নেবে।
পদযাত্রা কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে কৃষক দল এতে বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। পদযাত্রা কর্মসূচি সফল করতে ৬ বিভাগে কৃষক দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ইতোমধ্যে টিম করে দেওয়া হয়েছে।
এর মধ্যে চট্টগ্রামে বিভাগীয় টিমের আহবায়ক আনম খলিলুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ;রংপুরের বিভাগীয় টিমের আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আনোয়ারুল হক; রাজশাহী বিভাগীয় টিমের আহবায়ক মামুনুর রশীদ খান, সদস্য সচিব শফিউল আলম শফি; খুলনায় বিভাগীয় টিমের আহবায়ক ওসমান আলী, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাদশা; সিলেট বিভাগীয় টিমের আহবায়ক আনিসুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান আউয়াল এবং বরিশাল বিভাগীয় টিমের আহবায়ক আক্তার হোসেন সেন্টু ও সদস্য সচিব রফিকুল ইসলাম। এ ছাড়া কর্মসূচি সফলে অন্য তিন সংগঠনেরও বিভাগীয় সমন্বয় কমিটি গঠনের কথা রয়েছে।
এদিকে ৬টি বড় শহরে তারুণ্যের সমাবেশ করছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, বগুড়া ও বরিশালে ইতোমধ্যেই তারুণ্যের সমাবেশ শেষ করেছে। আগামী ৯ জুলাই সিলেটে, ১৭ জুলাই খুলনায় ও ২২ জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশ করবে তারা।