৯ মাস পর ফিরল চীনের গোপন মহাকাশযান

0
84
চীনা মহাকাশযান

দীর্ঘ ২৭৬ দিন কক্ষপথে থাকার পর মনুষ্যবিহীন চীনা গোপন একটি মহাকাশযান পৃথিবীতে ফিরে এসেছে। পরীক্ষামূলক এই মহাকাশযানটি চীনের উত্তর-পশ্চিমের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ ঘাঁটিতে গতকাল সোমবার অবতরণ করে।

কক্ষপথে মহাকাশযানের ৯ মাসের দীর্ঘ যাত্রা এবং সফলভাবে ফিরে আসাকে পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযান প্রযুক্তির ওপর চীনের গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। মহাকাশযানটি আসলে কী ছিল, কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যানটি কতটা উঁচুতে উড়েছে, এমনকি যানটি কোথায় গিয়েছিল– এসব তথ্য গোপন রাখা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চীনের এই গবেষণা ভবিষ্যতে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আরও সুযোগ-সুবিধা এবং কম খরচে রাউন্ড-ট্রিপ পদ্ধতির সুফল দেবে। ২০২২ সালের আগস্টে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.