৪০ রুশ কূটনীতিক-দূতাবাসকর্মী রোমানিয়া ছাড়ছেন

0
87
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে মস্কো-বুখারেস্টের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে

রাশিয়ার ১১ কূটনীতিক ও ২৯ দূতাবাসকর্মী রোমানিয়া ছাড়ছেন।

রোমানিয়া সরকারের অনুরোধে গতকাল শনিবার এই ৪০ রুশ নাগরিকের রোমানিয়া ছাড়ার কথা।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে মস্কো-বুখারেস্টের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। এর ধারাবাহিকতায় বুখারেস্টে অবস্থিত রুশ দূতাবাসের ৪০ কূটনীতিক-কর্মী রোমানিয়া ছাড়ছেন।

রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ১১ কূটনীতিক এবং দূতাবাসের ২৯ জন কারিগরি-প্রশাসনিক কর্মী পরিবারসহ বুখারেস্ট ত্যাগ করবেন।

রোমানিয়ার সম্প্রচারমাধ্যমে প্রচারিত ফুটেজে বুখারেস্ট বিমানবন্দরে একটি রুশ উড়োজাহাজ অবতরণ করতে দেখা যায়।

বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, শনিবার রাতে রুশ উড়োজাহাজটির বুখারেস্ট বিমানবন্দর ছাড়ার কথা।

রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে সবশেষ এ সিদ্ধান্ত মস্কো-বুখারেস্টের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পর্যায়কে প্রতিফলিত করে।

বুখারেস্টের কর্তৃপক্ষ গত ৮ জুন মস্কোকে এই কূটনীতিক ও দূতাবাসকর্মীদের ফেরত নিতে অনুরোধ করেছিল। এ জন্য তারা মস্কোকে ৩০ দিন সময় বেঁধে দিয়েছিল।

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর অন্যান্য ইউরোপীয় দেশের মতো ন্যাটোর সদস্য রোমানিয়া গুপ্তচরবৃত্তির সন্দেহে রুশ কূটনীতিকদের বহিষ্কার করে।

রোমানিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বুখারেস্টে রুশ দূতাবাসের কর্মীর সংখ্যা অর্ধেকের বেশি কমানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.