২৬ দিনে ১৫টি দেশে ৬৪ প্রীতি ম্যাচ—প্রাক্‌–মৌসুমেই এমন ব্যস্ততা ইংল্যান্ডের দলগুলোর

0
83
প্রাক–মৌসুমে ৬টি প্রীতি ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড

জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইউরোপিয়ান ফুটবলের ২০২২–২৩ মৌসুম শেষ হয়ে গেছে। ২০২৩–২৪ মৌসুম শুরু হবে আগস্ট থেকে। তবে মাঝের দুই মাসে বিশ্রাম নেই দলগুলোর। পরের মৌসুমের প্রস্তুতি, ক্লাবের আয় ও ব্র্যান্ডিং ভাবনা থেকে এ সময়ে একাধিক ম্যাচ খেলে থাকে বড় ক্লাবগুলো, যা গত কয়েক মৌসুমে অনেক বেশি বেড়েছে।

এবারের প্রাক্‌–মৌসুমেই যেমন বিশ্বের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। আবার মাত্র ৩টি প্রীতি ম্যাচ খেলার জন্য টটেনহাম বিমানপথে পাড়ি দেবে প্রায় ২০ হাজার মাইল দূরত্ব। ব্রিটিশ ট্যাবলয়েড ‘সান’ জানিয়েছে, প্রিমিয়ার লিগের দলগুলো ২৬ দিনে মোট ৬৪টি প্রীতি ম্যাচ খেলবে। এ জন্য ১৫টি দেশের বিভিন্ন শহরে খেলতে গিয়ে সব দল মিলিয়ে মোট ১ লাখ ৭০ হাজার ৭৫৮ মাইল শুধু যাত্রাপথেই কাটাবে। এই দূরত্বের পথ ৭ বার পৃথিবী ঘোরার সমান।

এবার দেখা যাক, ইউরোপের বড় দলগুলো প্রাক্‌–মৌসুমে কারা, কবে, কোথায় খেলবে।

ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যানচেস্টার সিটি প্রাক্‌–মৌসুমে যাবে এশিয়া সফরে। খেলবে দক্ষিণ কোরিয়া ও জাপানের মাটিতে। এর মধ্যে জাপানের মাটিতে ২৩ জুলাই ইয়োকোহামা এবং ২৬ জুলাই বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এরপর ৩০ জুলাই দক্ষিণ কোরিয়ার সিউলে প্রতিপক্ষে আতলেতিকো মাদ্রিদ।

হাকিমিকে চান গার্দিওলা, হাকিমির চোখ রিয়ালে

ম্যানচেস্টার ইউনাইটেড

এরিক টেন হাগের দল যাবে তিনটি দেশে। প্রথমে নরওয়ে ঘুরে এসে স্কটল্যান্ডে। এরপর যুক্তরাষ্ট্রে। প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে সামনে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া দলটি প্রাক্‌–মৌসুম খেলবে রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ডের মতো দলের বিপক্ষে। এর মধ্যে প্রথম ম্যাচ প্রিমিয়ার লিগের দল লিডস ইউনাইটেডের বিপক্ষে ১২ জুলাই অসলোতে।

এরপর ১৯ জুলাই এডিনবার্গে প্রতিপক্ষ লিওঁ। স্কটল্যান্ডে খেলার পর যুক্তরাষ্ট্রে রওনা হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে ২২ জুলাই আর্সেনাল, ২৬ জুলাই হিউস্টনে রিয়াল মাদ্রিদ, ৩০ জুলাই লাস ভেগাসে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ফিরে আসার পর ৬ আগস্ট ডাবলিনে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ম্যাচ।

নিউক্যাসল ইউনাইটেড
২০০৩ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে ফিরছে নিউক্যাসল ইউনাইটেড। সৌদি আরবের মালিকানায় থাকা ক্লাবটিও যাবে যুক্তরাষ্ট্রে। দলটির প্রাক্‌–মৌসুমের প্রতিপক্ষ যথাক্রমে গেটশেড এফসি (১৫ জুলাই), রেঞ্জার্স ( ১৮ জুলাই),  অ্যাস্টন ভিলা (২৩ জুলাই), চেলসি (২৬ জুলাই) ও ব্রাইটন (২৮ জুলাই)। শেষ তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের মাটিতে।

২৪৮ দিন শীর্ষে থেকেও শিরোপা জিততে না পারার যন্ত্রণায় পুড়ছে আর্সেনাল

আর্সেনাল

গত মৌসুমে প্রায় আড়াই শ দিন লিগ পয়েন্টতালিকার শীর্ষে থেকে ট্রফি জিততে পারেনি আর্সেনাল। তবে লিগ জয়ের কাছাকাছি যাওয়ার তৃপ্তি নিয়ে আগামী মৌসুমে আরও বড় দম নিয়ে ঝাঁপাতে চায় মিকেল আরতেতার দল। আর্সেনালের প্রাক্‌–মৌসুমের ম্যাচ আছে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইংল্যান্ডের। প্রতিপক্ষ হিসেবে আছে বার্সেলোনা, ইউনাইটেডের মতো দল। ম্যাচগুলো হচ্ছে যথাক্রমে ন্যুরেমবার্গ (১৩ জুলাই), এমএলএস অল–স্টার্স (২০ জুলাই), ম্যানচেস্টার ইউনাইটেড (২২ জুলাই), বার্সেলোনা (২৬ জুলাই), মোনাকো (২ আগস্ট)।

লিভারপুল

রবার্তো ফিরমিনোর মতো পরিচিতমুখ চলে গেছেন, আবার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো তরুণ প্রতিভা দলে এসেছেন। ভুলে যাওয়ার মতো একটা মৌসুম শেষ ঘুরে দাঁড়ানোর পালা এখন লিভারপুলের। গুছিয়ে ওঠার পর্বে ইয়ুর্গেন ক্লপের দল যাবে জার্মানি ও সিঙ্গাপুরে। লিভারপুলের প্রাক্‌–মৌসুম ম্যাচগুলো যথাক্রমে কার্লসুহার (১৯ জুলাই), গ্রুধার ফার্থ (২৪ জুলাই), লেস্টার সিটি (৩১ জুলাই) ও বায়ার্ন মিউনিখ (৩ আগস্ট)।

কেউ লিভারপুল ছাড়তে চাইলে ক্লপ নিজে গাড়িতে করে দিয়ে আসবেন

টটেনহাম

প্রিমিয়ার লিগে অষ্টম হওয়ায় সামনের মৌসুমে কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় নেই টটেনহাম। দলটিতে এসেছেন নতুন কোচ আনগে পোস্তেকগলু। প্রাক্‌–মৌসুমে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া মিলিয়ে তিনটি ম্যাচ খেলবে টটেনহাম। ম্যাচগুলোর প্রতিপক্ষ যথাক্রমে ওয়েস্ট হাম (১৮ জুলাই), লেস্টার সিটি (২৩ জুলাই) রোমার বিপক্ষে (২৬ জুলাই)।

চেলসি

গত মৌসুম থেকে চেলসির মালিকানায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোয়েলি ও তাঁর সহযোগীরা। এবারের প্রাক্‌–মৌসুমে চেলসি সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। ম্যাচগুরোর প্রতিপক্ষ যথাক্রমে রেক্সহাম (১৯ জুলাই), ব্রাইটন (২২ জুলাই), নিউক্যাসল ইউনাইটেড (২৬ জুলাই), ফুলহাম (৩০ জুলাই) ও বরুসিয়া ডর্টমুন্ড (২ আগস্ট)।

বোয়েলির এক বছরে চেলসি কী পেল, কী হারাল

রিয়াল মাদ্রিদ

আরও এক মৌসুম রিয়াল মাদ্রিদে থেকে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। তবে মাঠের ফুটবলে বেশ কয়েকটি পরিবর্তন আছে এবার। করিম বেনজেমার মতো তারকা যেমন চলে গেছেন আবার জুড বেলিংহামের মতো প্রতিভা দলে এসেছেন। প্রাক্‌–মৌসুমে লিগ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাসহ বেশ কয়েকটি দলের বিপক্ষে খেলবে রিয়াল। ম্যাচগুলোর প্রতিপক্ষ ও সূচি হচ্ছে যথাক্রমে এসি মিলান (২৩ জুলাই), ম্যানচেস্টার ইউনাইটেড (২৬ জুলাই), বার্সেলোনা (২৯ জুলাই) এবং জুভেন্টাস (২ আগস্ট)। সব কটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে।

বার্সেলোনা

রিয়াল মাদ্রিদের মতো বার্সেলোনার প্রাক্‌–মৌসুম ক্যাম্পও যুক্তরাষ্ট্রেই। লা লিগা জেতা ক্লাবটি পরের মৌসুমের প্রস্তুতি খেলবে যথাক্রমে জুভেন্টাস (২২ জুলাই), আর্সেনাল (২৬ জুলাই), রিয়াল মাদ্রিদ (২৯ জুলাই) ও এসি মিলানের বিপক্ষে (১ আগস্ট)।

নাগলসমান থেকে টুখেল, বায়ার্ন যেন সোনা খুঁজতে গিয়ে হীরা হারাল

বায়ার্ন মিউনিখ

সর্বশেষ বুন্দেসলিগায় শেষ মুহূর্তে স্রেফ গোল ব্যবধানে এগিয়ে জিতেছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগে দৌড়ে থেমে গেছে শেষ আটে। জার্মান পরাশক্তি এবার নতুন করে নামার আগে ক্যাম্প করছে এশিয়াতে। জাপানের মাটিতে ২৬ জুলাই প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, ২৯ জুলাই প্রতিপক্ষ কাওয়াসাকি ফ্রন্তালে। আর ২ আগস্ট সিঙ্গাপুরে প্রতিপক্ষ লিভারপুল।

বরুসিয়া ডর্টমুন্ড

জার্মান লিগের দল বরুসিয়া খেলবে ছয়টি প্রীতি ম্যাচ, যার মধ্যে জার্মানির পাশাপাশি যুক্তরাষ্ট্রেও খেলা আছে। বরুসিয়ার প্রাক্‌–মৌসুমের ম্যাচ হচ্ছে যথাক্রমে ওয়েস্টফালিয়া রিনার্ন (১২ জুলাই), এফসি রট–ওয়েস এরফুত (২২ জুলাই), সান ডিয়েগো লয়্যাল (২৮ জুলাই), ম্যানচেস্টার ইউনাইটেড (৩১ জুলাই), চেলসি (৩ আগস্ট) ও আয়াক্স (৬ আগস্ট)।

জুভেন্টাস

সিরি আ–র দল জুভেন্টাস খেলতে যাবে যুক্তরাষ্ট্রে। মাসিমিলিয়ানো আলেগ্রির দলের ম্যাচ হচ্ছে যথাক্রমে বার্সেলোনা (২২ জুলাই), এসি মিলান (২৭ জুলাই) ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে (২ আগস্ট)।

তিক্ত স্বাদ নিয়েই জুভেন্টাস ছাড়ছেন দি মারিয়া

ইন্টার মিলান

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা ইন্টার মিলান প্রাক্‌–মৌসুমে দুটি ম্যাচ খেলবে। একটি ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে। ২৭ জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে জাপানে। ১ আগস্ট একই দেশে ইন্টার মিলানের প্রতিপক্ষ কিলিয়ান এমবাপ্পের পিএসজি।

পিএসজি

কাতারি মালিকানার পিএসজি দুটি ম্যাচ খেলবে জাপানে। ২৫ জুলাই ইয়ানমার স্টেডিয়ামে প্রতিপক্ষ রোনালদোর আল নাসর, ১ আগস্ট নিউ জাপান স্টেডিয়ামে প্রতিপক্ষ ইন্টার মিলান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.