২৪ ঘণ্টা পরও দেখা যাচ্ছে ধোঁয়া, পর্যবেক্ষণে ফায়ার সার্ভিস

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

0
110
আগুন নিভে যাওয়ার পরও দেখা যাচ্ছে ধোঁয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয়নি ফায়ার সার্ভিস। গুদামের কিছু কিছু অংশে এখনও ধোঁয়া দেখা যাওয়ায় ফায়ার সার্ভিস আরও কয়েক ঘণ্টা দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন দৈনিক জানান, রাত তিনটার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আজ সকালে ১০টার দিকে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে কিছু কিছু তুলার গাইড থেকে ধোঁয়া বের হওয়ার কারণে ফায়ার সার্ভিস এখনও আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয়নি। ফায়ার সার্ভিস আরও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ শেষে নিয়ন্ত্রণের ঘোষণা দিতে পারে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, তুলার গোডাউনের ভেতরে কিছু কিছু জায়গায় ধোঁয়া দেখা যাওয়ার কারণে এখনও পর্যবেক্ষণে আছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে এসেছে তা ঘোষণা দেওয়া হয়নি। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে।

তবে আগুন বাড়ার আর সম্ভাবনা নেই বলে জানান তিনি।

এর আগে শনিবার সকাল ১০টায় গুদামের ভেতরে কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনের স্ফুলিঙ্গ তুলাতে পড়লে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। মুহূর্তের মধ্যে আগুন পুরো তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ছাড়া বিজিবির ফায়ার ফাইটিংয়ের একটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

এদিকে, এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক বদিউল আলমকে আহ্বায়ক করে গঠিত এ তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিটিএমসি প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তর প্রতিনিধি ও বিটিএমইএ প্রতিনিধি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.