২৩ দিনে প্রবাসী আয় এল ১৬৪ কোটি ডলার

0
70
মার্কিন ডলার ছবি: সংগৃহীত

চলতি মাসের প্রথম ২৩ দিনে (১-২৩ ফেব্রুয়ারি) প্রবাসীরা দেশে ১৬৪ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ আয় পাঠিয়েছেন। এই আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ হাজার ১০৭ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। আগের মাস জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২১০ কোটি ডলার।

গত রোববার বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স তথা প্রবাসী আয়ের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৩ দিনে ব্যাংকিং চ্যানেলে মোট ১৬৪ কোটি ৬১ লাখ ডলার এসেছে।

এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো ১৭ কোটি ৫৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংক ৬ কোটি ৩০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলো ১৪০ কোটি ৪০ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলো ৩৫ লাখ ডলার এনেছে।

এর আগে গত ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ডলার ও নভেম্বরে ১৯৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। সব মিলিয়ে গত ২০২৩ সালে দেশে প্রবাসী আয় এসেছিল ২ হাজার ১৯০ কোটি ডলার, যা ২০২২ সালে ছিল ২ হাজার ১৩০ কোটি ডলার। এর মানে, ২০২৩ সালে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩ শতাংশ। এর আগে ২০২১ সালে ২ হাজার ২০৭ কোটি ডলার, ২০২০ সালে ২ হাজার ১৭৩ কোটি ডলার ও ২০১৯ সালে
১ হাজার ৮৩৩ কোটি ডলারের প্রবাসী আয় আসে।

প্রবাসী আয় কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোয় এখন ডলারের আনুষ্ঠানিক দাম হচ্ছে ১১০ টাকা। তবে ডলার-সংকটের কারণে ব্যাংগুলো ১২০ টাকার বেশি দামে প্রবাসী আয় কিনছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.