সিলেটের সাদাপাথরে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টায়ও উদ্ধার হননি

0
114
সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী ভোলাগঞ্জের ধলাই নদের উৎসমুখ জিরো পয়েন্টেই সাদা পাথর। সেখানে প্রকৃতির এমন রূপ

সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে বেড়াতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ আবদুস সালাম (২৩) ২৪ ঘণ্টা পরও উদ্ধার হননি। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে সাদাপাথর এলাকায় বেড়াতে গিয়ে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন তিনি।

আবদুস সালাম ঢাকার মিরপুর এলাকার মরহুম আবুল কালামের ছেলে। ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারে কাজ করছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর থেকে ছয় বন্ধু মিলে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন। দুপুরের দিকে সিলেটে পৌঁছে তাঁরা পানিতে নামেন। বেলা আড়াইটার দিকে পানিতে সাঁতার কাটতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান সালাম। এ সময় বন্ধুদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে সালামের সন্ধান পাওয়া যায়নি।

সালামের সঙ্গে আসা বন্ধু মো. সাজ্জাদ হোসেন জানান, তাঁরা সবাই পানিতে নেমেছিলেন। তাঁদের মধ্যে সালাম কিছুটা গভীরে চলে গিয়েছিলেন। একপর্যায়ে সালাম পানির স্রোতে তলিয়ে যান। সালাম পেশায় ব্যবসায়ী বলে জানান সাজ্জাদ হোসেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বারবার ঝুঁকিপূর্ণ স্থানে পানিতে না নামতে সতর্ক করা হচ্ছে। পর্যটনকেন্দ্রে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। গতকাল পানিতে তলিয়ে যাওয়া তরুণকে উদ্ধারে তৎপরতা চলমান রয়েছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ওই তরুণকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হচ্ছে। নিখোঁজ তরুণের বন্ধুরাও সেখানে অবস্থান করছেন। এ ছাড়া স্বজনেরাও এসেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.