আমার ভবিষ্যৎ পরিষ্কার: আনচেলত্তি

0
81
কার্লো আনচেলত্তি

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভরাডুবির পর ব্রাজিলের কোচ তিতে সরে গেছেন। তার জায়গায় ব্রাজিল কনফেডারেশনের প্রথম পছন্দ ইতালিয়ান বস আনচেলত্তি। এ ব্যাপারটি নিয়ে এতোদিন কোনো আগ্রহ দেখাননি রিয়াল বস। তবে এবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি নিজে যা বললেন তাতে নড়েচড়ে বসতে পারেন মাদ্রিদের সমর্থকেরা। আনচেলত্তি বলেন, রিয়ালে এটাই বুঝি আমার শেষ ফাইনাল।

আনচেলত্তি তো এখনো রিয়ালের কোচ! তিনিই কিনা কোপা দেল রে’র ফাইনালের আগে চলে যাওয়ার কথা বললেন। তবে রিয়াল ছেড়ে যাওয়ার আনুষ্ঠানিক কোনো কথা বলেননি এই ইতালিয়ান। বলেছেন একান্ত ব্যক্তিগত ভাবনা, ‘ফাইনালে খেলা সব সময়ই রোমাঞ্চকর। যেকোনো ফাইনালের আগেই ভাবনাটা আসে এবং সেটা একান্তই ব্যক্তিগত, এটাই হয়তো আমার শেষ ফাইনাল। ২০০৩ সালেও এমন ভেবেছি। কিন্তু তখন সেটা শেষ ছিল না। আজকের আগেও তেমন ভাবছি, এটাই হতে পারে শেষ (ফাইনাল)। তাই ম্যাচটা উপভোগ করতে হবে। খেলোয়াড়দেরও বলেছি, উপভোগ করো, কারণ এগুলো বিশেষ ম্যাচ।’

সংবাদ সম্মেলনে আনচেলত্তির কাছে তার ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়। পরিষ্কারভাবেই তিনি বলেছেন, ‘আমার ভবিষ্যৎ পরিষ্কার। আমার চুক্তি আগামী ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে, আগামীকাল নয়।’

এদিকে আনচেলত্তির আশা এখনো ছাড়েনি ব্রাজিল। দেশটির সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে, আনচেলত্তিকে পেতে প্রয়োজনে কোচ নিয়োগের সময়সীমা বাড়াতেও রাজি সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ। এর আগে ২৫ মের মধ্যে পূর্ণ মেয়াদে ব্রাজিলের নতুন কোচের নাম ঘোষণা করতে চেয়েছিলেন সিবিএফ সভাপতি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.