সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ দেখে কী বলছেন দর্শকেরা

0
94
সালমান খান ও পূজা হেগড়ে

অবশেষে সালমানভক্তদের প্রতিক্ষা ফুরাল। ঈদুল ফিতর উপলক্ষে ২১ এপ্রিল মুক্তি পেল সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটি দিয়ে দীর্ঘ চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরলেন ‘ভাইজান’খ্যাত এই অভিনেতা। ধুন্ধুমার অ্যাকশন, কমেডি, আবেগ আর নাচগানে ভরপুর এ সিনেমা দেখে কী বলছেন দর্শক ও সমালোচকেরা? সালমান খান কী ঈদে টেক্কা দিতে পারবেন? কত আয় করতে পারে, এমন সমীকরণ মেলানোর চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যমগুলো।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার সকাল থেকে সালমান ভক্তদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দল বেঁধে যাচ্ছেন সিনেমা দেখতে গেছেন ভক্তরা। কেউ কেউ হলের সামনে গানের তালে নাচানাচিও করেছেন। শো শুরুর বেশ আগে থেকেই সিনেমার টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়েছেন সালমানভক্তরা। কেউ কেউ সিনেমা হলের পুরো শো বুকিং করেছেন।

সিনেমাটি কেমন হয়েছে? কতটা সাফল্যের মুখ দেখবেন সালমান, তা নিয়ে এসব আলোচনার মধ্যে হল থেকে বেরিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা। কেউ সিনেমাটিকে পাঁচের মধ্যে চার, কেউ সাড়ে তিন রেটিং দিয়েছেন। তবে দর্শকদের হতাশ করেননি সালমান খান। দর্শকেরা বলছেন, অ্যাকশন, কমেডি, ইমোশন, নাচগান—সবই যথাযথ ছিল।

‘কিসি কা ভাই কিসি কা জান’-এ সালমান খান
‘কিসি কা ভাই কিসি কা জান’-এ সালমান খানছবি: ফেসবুক থেকে

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় ক্যামিও চরিত্রে পাওয়া গেছে সালমান খানকে। এরপর নিজের সিনেমা নিয়ে ফিরলেন তিনি। বিশ্বজিৎ নামের এক দর্শক টুইটারে লিখেছেন, ‘সিনেমার গান ও বিজিএম ভালো লেগেছে। সালমানের অভিনয় সুপার। পূজা হেগড়েকে দারুণ লাগছিল। অভিনয়ও ভালো ছিল। শাহনাজ গিলের অভিনয় মনে রাখার মতো, সবাই ভালো করেছেন। ফরহাদ সামজি পরিচালক হিসেবে ভালো করেছেন।’

আরেক সালমানভক্ত লিখেছেন, ‘মাত্র শেষ করলাম সিনেমা। পারিবারিক বিনোদননির্ভর গল্প। ভালো লেগেছে। সময়ের অপচয় হয়নি। আমি সাড়ে তিন রেটিং দেব।’

কিসি কা ভাই কিসি কি জান’  সিনেমাটি আজ মুক্তি পেয়েছে
কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি আজ মুক্তি পেয়েছেছবি: ফেসবুক থেকে

ভারতীয় চলচ্চিত্র সমালোচক তারান আদর্শ লিখেছেন, ‘সালমানের সিনেমাটির এ টু জেড দারুণ দৃশ্যায়ন ছিল। সালমানের তারকা ক্ষমতা পুরোপুরি বোঝা গেছে। দারুণ মারপিট, পা ফেলার সাউন্ড, সব মিলিয়ে টেক্কা দিয়েছেন ভাইজান। শুরুর অর্ধেকের চেয়ে শেষ অর্ধেকটা আরও জমে উঠেছিল।’

প্রশংসার পাশাপাশি সমালোচনাও করেছেন তারান আদর্শ। তাঁর ভাষ্যে, ‘গল্পটির প্লট একদমই ফিনফিনে। প্রথম অর্ধেকের চিত্রনাট্য জায়গায় খাপছাড়া মনে হয়েছে। সংলাপ আরও মজবুত হওয়া দরকার ছিল। রোমান্টিক গানে সালমানের সঙ্গে পূজা হেগড়েকে একদমই মানানসই মনে হয়নি। জুটি হিসেবে তাঁদের যায়নি। কিন্তু দর্শক সিনেমাটি দেখে বিনোদন পাবেন। ভাইজানভক্তদের সিনেমাটি পছন্দ করা উচিত।’

সিনেমা দেখে এক নারী ভক্ত সালমান খানকে নতুন হেয়ার স্টাইলিস্ট নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এক নারী ভক্ত। তিনি লিখেছেন, ‘কী যে বাজে…কোনো বর্ণনা করতে চাই না। সালমান খানের নতুন হেয়ার স্টাইলিস্ট দরকার। আর একজন পরিচালকের তাঁর কাজ সম্পর্কে জানা দরকার, একটি চিত্রনাট্য কোথায় যাবে, তাঁরা তো দেখতে তাঁর ট্রাভেল এজেন্টদের মতো নন।’

‘কিসি কা ভাই কিসি কি জান’  সিনেমার পোস্টার
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার পোস্টারছবি: ফেসবুক থেকে

সিনেমাটি নিয়ে বেশির ভাগ রিভিউ এখন মোটামুটি ভালো। উতরে যেতে পারেন ভাইজান। ভারতীয় বক্স অফিস সূত্রে জানা যায়, সিনেমাটি প্রথম দিনে ১৭ কোটি রুটি আয় করতে পারে। এই আয় আগামীকাল থেকে আরও বাড়বে। সিনেমায় সালমান, পূজা হেগড়ে ছাড়া আরও আছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল, জসসি গিল, রাঘব জুয়াল, পালক তিওয়ারিসহ নবীন আর অভিজ্ঞ অভিনেতারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.