শুক্রবার রাত ১১টা থেকে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

0
90
যানবাহন চলাচল

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে আগামী শুক্রবার (৫ মে) রাত ১১টা ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। ওই সড়কে তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য যানচলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

২৭ এপ্রিল এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ মে রাত ১১টা থেকে ৬ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.