রাশিয়া বাখমুত দখল করতে পারেনি: জেলেনস্কি

0
87
জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলের দাবি করেছে রাশিয়া। এ নিয়ে পরস্পরবিরোধী নানা প্রতিবেদনের পাশাপাশি তৈরি হয়েছে ধোঁয়াশা। অবশেষে একদিন পর বিষয়টি স্পষ্ট করলেন জাপান সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি রোববার জোর দিয়ে বলেন, বাখমুত রাশিয়ার দখলে নেই। খবর বিবিসির

তিনি বলেন, আমি কোন কিছু বলবো না। তবে বাখমুত আজ পর্যন্ত রাশিয়ার দখলে নেই।

এসময় তিনি তার মাতৃভাষায় বলেন, বাখমুতের কাছে ফিরে যান।

জেলেনস্কি বলেন, বাখমুতে ইউক্রেনের সেনারা খুব গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করেছে।

দুই তিন শব্দে এর ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব নয় বলে তিনি তার কথা শেষ করেন।

এর আগে গতকাল শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত পুরোপুরি দখলের দাবি করে রাশিয়া। বিবিসির খবরে বলা হয়, বাখমুতে রাশিয়ার হয়ে কয়েক মাস ধরে লড়ে আসছে রুশ ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপ।

ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি বাখমুত দখলের দাবি করেন।

ভাগনারের এমন দাবির পর গ্রুপটিকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.