রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় ভ্যাটিকান

0
84
পোপ ফ্রান্সিস

রাশিয়া- ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের সমাপ্তি ঘটাতে ভ্যাটিকান একটি শান্তি রক্ষা মিশনে যুক্ত রয়েছে বলে জানিয়েছেন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস বলেছেন। তিন দিনের হাঙ্গেরি সফর শেষে দেশে ফেরার পথে রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান।

পোপ ফ্রান্সিস বলেন, শান্তি রক্ষা মিশনের জন্য যা করতে হবে সবই করতে চাই। এখনও একটি মিশন চলছে, তবে সব জানানো সম্ভব নয়। যখন সম্ভব হবে সবার সামনে তা প্রকাশ করা হবে।

পোপ বলেন, আমি মনে করি, শান্তি মিশন সবসময় মুক্ত আলোচনার মাধ্যমে হয়। আলোচনা বন্ধের মাধ্যমে কখনই শান্তি অর্জন সম্ভব নয়। এটা সহজও নয়।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং বুদাপেস্টের বিশপ মেট্রোপলিটন হিলারিয়ানের সাথে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বলেও পোপ যোগ করেন। তিনি জানান, তারা সবাই শান্তি রক্ষা মিশনে আগ্রহী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.