যে কারণে শুটিং সেটে শাহরুখ খানকে চড় মেরেছিলেন সরোজ

0
119
শাহরুখ খান ও সরোজ খান
সরোজ খান। ছবি: ইনস্টাগ্রাম

সরোজ খান। ছবি: ইনস্টাগ্রাম

শাহরুখ যখন এ কথা বলছিলেন, তখন তিনি বসে ছিলেন চেয়ারে। শাহরুখের মুখে এমন কথা শুনে রেগে যান সরোজ। পেছন থেকে শাহরুখের মাথায় চড় দিয়ে বসলেন সরোজ। চড় দিয়ে বললেন, ‘একটা কথা মনে রাখবে, শিল্পীরা কখনো এমন অভিযোগ করে না যে কাজ বেশি হয়ে গেছে। কেননা যখন কাজ থাকবে না, তখন তোমার মন খারাপ হবে। সবকিছুর অভিযোগ করলেও এটা নিয়ে অভিযোগ কোরো না। আমি যতটুকু পারি ততটুকুই মনোযোগ দিয়ে আনন্দের সঙ্গে করি।’

সরোজের এই কথা শুনে অনুপ্রাণিত হন শাহরুখ। চড় খেয়ে রাগ না করে তাঁর কথা থেকে অনুপ্রেরণা নেন তিনি। শাহরুখ জানান, এর পর থেকে তিনি কখনো অতিরিক্ত কাজের অভিযোগ করেননি। পুরস্কারজয়ী এই কোরিওগ্রাফার ২০২০ সালে মারা যান। তাঁর মৃত্যুর পর শ্রদ্ধা জানিয়ে টুইট করেছিলেন শাহরুখ।

‘পাঠান’–এ শাহরুখ খান

‘পাঠান’–এ শাহরুখ খান
ছবি : সংগৃহীত

সেই টুইটে তিনি লিখেছিলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির আমার প্রথম প্রকৃত শিক্ষক সরোজ খান। ঘণ্টার পর ঘণ্টা আমাকে শিখিয়েছিলেন নাচের সময় কীভাবে তার গভীরে যেতে হয়। আমার দেখা সবচেয়ে যত্নশীল এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তিদের মধ্যে একজন তিনি।’

‘পাঠান’ সাফল্যের পর আবারও অভিনয়ে ফিরেছেন বলিউড বাদশা। অ্যাটলি কুমারের ‘জাওয়ান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত তিনি। চলতি বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.