মেহজাবীনের পর এবার মিথিলার চমক, কয়টি উইকেট পেলেন?

0
124
মডেল তানজিয়া জামান মিথিলা।

চলছে ‘চরকি-সেলিব্রিটি ক্রিকেট লিগ-২০২৩ ’। গতকাল বিকেলে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চরকি অ্যাভেঞ্জার্স ও রানার ফাস্টিস। এতে বল হাতে নিয়ে দুই বলে দুই উইকেট নেন মডেল তানজিয়া জামান মিথিলা। বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে

‘চরকি-সেলিব্রিটি ক্রিকেট লিগ–২০২৩ ’-এর আট দলের প্রতিটিতেই ছয় নারী ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। যাঁদের মধ্যে কমপক্ষে দুজনকে ম্যাচে খেলাতে হবে। প্রতি ইনিংসের তৃতীয় ওভার বল করবেন নারী তারকা, বিপক্ষ দলের দুই ব্যাটার থাকবেন নারী
‘চরকি-সেলিব্রিটি ক্রিকেট লিগ–২০২৩ ’-এর আট দলের প্রতিটিতেই ছয় নারী ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। যাঁদের মধ্যে কমপক্ষে দুজনকে ম্যাচে খেলাতে হবে। প্রতি ইনিংসের তৃতীয় ওভার বল করবেন নারী তারকা, বিপক্ষ দলের দুই ব্যাটার থাকবেন নারীভিডিও থেকে নেওয়া

গতকাল বিকেলের ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন মডেল তানজিয়া জামান মিথিলা। চরকি অ্যাভেঞ্জার্স দলের এই খেলোয়াড় বোলিংয়ে এসেই বাজিমাত করেন
গতকাল বিকেলের ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন মডেল তানজিয়া জামান মিথিলা। চরকি অ্যাভেঞ্জার্স দলের এই খেলোয়াড় বোলিংয়ে এসেই বাজিমাত করেনভিডিও থেকে নেওয়া

একেবারেই ছোট রানআপ, প্রায় দাঁড়িয়ে থেকেই বল করেন। প্রথম বলটি যেন বুঝতেই পারলেন না রাজ রিপা। কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরে গেলেন। দলের সতীর্থদের সঙ্গে বুনো উল্লাসে মেতে উঠলেন মিথিলা। ভিডিও থেকে
একেবারেই ছোট রানআপ, প্রায় দাঁড়িয়ে থেকেই বল করেন। প্রথম বলটি যেন বুঝতেই পারলেন না রাজ রিপা। কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরে গেলেন। দলের সতীর্থদের সঙ্গে বুনো উল্লাসে মেতে উঠলেন মিথিলা। ভিডিও থেকেভিডিও থেকে নেওয়া

শুরুতে ফিল্ডিং মিস করে দর্শকের দুয়ো শোনা মিথিলার পুষিয়ে দেওয়ার তখনো বাকি ছিল। পরের বলেও ব্যাটার ইমিকে স্ট্যামড আউট করে দিলেন। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে তিনি তখন আকাশে উড়ছেন
শুরুতে ফিল্ডিং মিস করে দর্শকের দুয়ো শোনা মিথিলার পুষিয়ে দেওয়ার তখনো বাকি ছিল। পরের বলেও ব্যাটার ইমিকে স্ট্যামড আউট করে দিলেন। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে তিনি তখন আকাশে উড়ছেনছবি : মিথিলার ফেসবুক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.