মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখলেন সাকিব

0
98
নিজের দ্বিতীয় ওভারেই মেন্ডিসকে ফেরত পাঠালেন সাকিব।

শুরু থেকেই নড়বড়ে ছিলেন কুশল মেন্ডিস। আগের ওভারে চার মারলেও সাকিবকে কোনো জবাব দিতে পারলেন না। নিজের দ্বিতীয় ওভারেই মেন্ডিসকে ফেরত পাঠালেন সাকিব। ২১ বলে ৫ রানে আউট হন মেন্ডিস। শ্রীলঙ্কা হারাল তাদের তৃতীয় উইকেট।

শ্রীলঙ্কা ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রানে ব্যাট করছে। ক্রিজে চারিথা আশালঙ্কার সঙ্গে আছেন সাদিরা সামারাবিক্রমা।

এর আগে ১৬৪ রানের পুঁজি নিয়ে বল করতে এসেই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নকে বোল্ড করলেন তাসকিন আহমেদ। ৩ বলে ১ রান করেন তিনি। নিজের প্রথম ওভারে ৯ রান দিলেও শরিফুল দ্বিতীয় ওভারে দলকে সাফল্যে ভাসালেন। মুশফিককে ক্যাচ দিয়ে শরিফুলের বলে উইকেট হারান পাথুম নিশাঙ্কা। ১ চারে ১৩ বলে ১৪ রান করে ফিরলেন নিশাঙ্কা। ১৫ রান তুলতেই দুই উইকেট খুইয়ে বসে শ্রীলঙ্কা।

এর আগে টস জিতে ব্যাট করে ৪২.৪ ওভারে ১৬৪ রান তুলতেই সবকটি উইকেট হারিয়েছে শিরোপার লক্ষ্যে এশিয়া কাপ খেলতে যাওয়া টিম বাংলাদেশ। বাংলাদেশ তাদের শেষ ৪ উইকেট বাংলাদেশ হারিয়েছে মাত্র দুই রানে। মাহেদী হাসানের পর একে একে ড্রেসিংরুমে ফেরেন নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও একাই লড়াই করে গেছেন নাজমুল হোসেন শান্ত। তবে ১২২ বল খেলেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। ৭ বাউন্ডারিতে দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেই থামতে হয়েছে তাকে। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি মিস করার আক্ষেপ নিশ্চয়ই থাকবে তার।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুনিথ ওয়াল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.