মেক্সিকোতে তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁই ছুঁই, ১০০ জনের মৃত্যু

0
116
প্রায় সব মৃত্যুই হয়েছে হিটস্ট্রোকে। কিছু মৃত্যুর জন্য দায়ী পানিশূন্যতা

মেক্সিকোতে প্রচণ্ড গরমের কারণে গত দুই সপ্তাহে অন্তত ১০০ মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

প্রায় তিন সপ্তাহ ধরে দাবদাহ বয়ে যাচ্ছে দেশটিতে। অনেক অঞ্চলেই তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। এতে বিদ্যুতের চাহিদা রেকর্ড ছুঁয়েছে। অনেক অঞ্চলেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র গরমে কষ্ট পাচ্ছে মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত্যুর অধিকাংশ ঘটনাই ঘটেছে চলতি মাসের ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত। গত বছরের এই সময়ে গরমের কারণে একজনের মৃত্যু হয়েছিল।

প্রায় সব মৃত্যুই হয়েছে হিটস্ট্রোকের কারণে। কিছু মৃত্যুর জন্য দায়ী পানিশূন্যতা। প্রায় ৬৪ শতাংশ মৃত্যু হয়েছে উত্তরাঞ্চলীয় নুয়েভো লেওন প্রদেশে। বাকি মৃত্যুর অধিকাংশ হয়েছে প্রতিবেশী তামাওলিপাস ও ভেরাক্রুজে।

তবে বর্ষাকাল শুরু হওয়ায় কয়েক দিন ধরে তাপমাত্রা কমছে। অবশ্য এরপরও এখনো উত্তরাঞ্চলীয় শহরগুলোয় উচ্চ তাপমাত্রা রয়েছে। গত বুধবার সোনোরা প্রদেশের আকোনচি শহরের তাপমাত্রা ৪৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.