যুক্তরাষ্ট্রের মেমোরি চিপ নির্মাতা কোম্পানি মাইক্রোন টেকনোলজিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে চীন। খবর: বিবিসি’র।
রোববার চীনের নিয়ন্ত্রক সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি) জানায়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোন টেকনোলজি ‘মারাত্মক নেটওয়ার্কজনিত নিরাপত্তা হুমকি’ হিসেবে দেখা দিয়েছে।
এর মানে হচ্ছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বড় অর্থনীতির দেশে বড় বড় অবকাঠামো প্রকল্পে মার্কিন চিপ কোম্পানিটি নিষেধাজ্ঞার সম্মুখীন হতে যাচ্ছে। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর, চীনের দিক থেকে প্রথম কোনো মার্কিন চিপনির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো। প্রযুক্তি বাজারেও এটি বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
মাইক্রোন টেকনোলজির সারা বছরের বিক্রির প্রায় ১০ শতাংশ চীনে। ২০২২ সালে মাইক্রোন ৩০ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করে, এর মধ্যে ৩ দশমিক ৩ বিলিয়ন আসে চীনের মূল ভূখণ্ড থেকে। চীনে মার্কিন কোম্পানিটির কারখানাও রয়েছে।
গত সপ্তাহে মাইক্রোন জানায়, তারা জাপানে ৫০০ বিলিয়ন ইয়েন (৩ দশমিক ৬ বিলিয়ন ডলার) বিনিয়োগ করতে যাচ্ছে।