ভিক্টোরিয়া কলেজের অর্থ আত্মসাৎ সাবেক অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

0
108

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ অধ্যাপক রতন কুমার সাহাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মো. নাজমুস সা’দাৎ বৃহস্পতিবার মামলাটি করেন। এতে আসামিদের বিরুদ্ধে জালিয়াতি করে কলেজ তহবিলের ২ কোটি ৪০ লাখ ৯২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার বাকি দুই আসামি হলেন– কলেজের সাবেক হিসাবরক্ষক মোহাম্মদ আবদুল হান্নান ও কোষাধ্যক্ষ কাজী জাহাঙ্গীর আলম।

এজাহারে বলা হয়, রতন কুমার সাহা ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি অধ্যক্ষ পদে যোগদানের সময় কলেজের ৪৪টি ব্যাংক হিসাবে ৭ কোটি ১৫ লাখ টাকা ছিল। পরে তাঁকে ওএসডি করা হলে অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়ার কাছে দায়িত্ব হস্তান্তরের সময় ৫ কোটি ৫৩ লাখ টাকা পাওয়া যায়।

এ ঘটনায় কলেজের পাঁচ শিক্ষকের সমন্বয়ে একটি অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি করা হয়। ওই কমিটি কলেজের বিভিন্ন পরীক্ষা তহবিল, উন্নয়ন তহবিল, ল্যাবরেটরি তহবিল, অত্যাবশ্যকীয় কর্মচারী তহবিলসহ উল্লেখযোগ্য ২২টি খাতের আয়-ব্যয় পর্যালোচনা করে। এতে দেখা যায়, অনেক খরচের বিল-ভাউচার নেই, ব্যয়ের অস্তিত্ব নেই, সংশ্লিষ্ট বিভাগের বা কমিটির রিকুইজিশন নেই, মালপত্র গ্রহণ বা বিতরণের প্রমাণ নেই। আসামিরা এভাবে পরস্পর যোগসাজশে কলেজ তহবিল থেকে ২ কোটি ৪০ লাখ ৯২ টাকা আত্মসাৎ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.