ভারতে পাচারকালে দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ২

0
50
আটককৃতরা হলেন-আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)।

ভারতে পাচারকালে ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের প্রায় ২০০ ভরি ওজনের ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ভারত সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার হাটখোলা-উচনা এলাকার ২৮১/৩২ পিলারের কাছ থেকে পাচারকালে ওই স্বর্ণের বারগুলোসহ দুই পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন-একই উপজেলার উচনা গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, একদল পাচারকারী ভারতে সোনা পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ১৯৯ ভরি ১২ আনা ২ রতি ওজনের ২০টি স্বর্ণের বার, চোরা চালান কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ সোনা পাচারকারীদের আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ২ কোটি ২৯ লাখ ২১ হাজার ৬৪ টাকা হবে। পরে আইনগত প্রক্রিয়া শেষে আজ রাতেই আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.