বুর্জ খলিফায় আলোয় ফুটিয়ে তোলা হলো ভারতের পতাকা, মোদির মুখ

0
106
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার বাইরের দেয়ালে আলোকসজ্জার মাধ্যমে ভারতের পতাকা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ ভাসিয়ে তোলা হয়

ফ্রান্সে দুই দিনের সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে পৌঁছেছেন। মোদির এই সফরকে সামনে রেখে দুবাইয়ের বুর্জ খলিফায় বিশেষ আলোকসজ্জা করা হয়েছিল। বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন।

বার্তা সংস্থা এএনআই টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, বুর্জ খলিফার বাইরের দেয়ালে বিভিন্ন রঙের আলোর মাধ্যমে ভারতের পতাকাকে ফুটিয়ে তোলা হয়। পরে প্রধানমন্ত্রী মোদির মুখও সেখানে বর্ণিল আলোর সাহায্যে ফুটিয়ে তোলা হয়। এ ছাড়া লেখা ছিল, ‘ওয়েলকাম অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি’ (স্বাগত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি)।

লবিস্ট দিয়েও ইইউর প্রস্তাব ঠেকাতে পারলেন না মোদি

WATCH | Dubai’s Burj Khalifa displayed the colours of the Indian national flag yesterday ahead of PM Modi’s official visit to the country pic.twitter.com/xQ9e7cJ6uH

গতকাল আবুধাবিতে পৌঁছানোর পর এক টুইটার পোস্টে মোদি বলেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছেন।

আলাদা টুইটে মোদি একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ছেলের সঙ্গে বসে আছেন। পোস্টে মোদি লিখেছেন, ‘যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান আজ আমাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন। এ জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।’

নরেন্দ্র মোদির এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ১৩ ও ১৪ জুলাই নরেন্দ্র মোদি ফ্রান্স সফর করেন। সেখানে তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করেন। সফরকালে মোদিকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক ও সামরিক সম্মাননা দেওয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.