বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

0
135
স্বর্ণগুলো গলিয়ে পাচার করা হচ্ছিল

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে নয় কেজি স্বর্ণসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী মার্শা পরিবহনের একটি বাস থেকে কর্ণফুলী থানা পুলিশ এসব স্বর্ণ উদ্ধার করে। বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল।

গ্রেপ্তার চারজন হলেন- অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তার স্ত্রী জুলি ধর (৩৫) ও পরিতোষ ধর (৩৮)। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে।

স্বর্ণগুলো দুই নারী যাত্রী তাদের কোমরে বেঁধে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।  উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, মার্শা পরিবহনের বাসটি শাহ আমানত সেতু এলাকায় পৌঁছলে চেক পোস্টে তল্লাশি করা হয়। এ সময় বাসে স্বর্ণগুলো পাওয়া যায়। এ সময় বাসটি থেকে স্বর্ণ চোরাচালানে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। স্বর্ণগুলো গলিয়ে কাঠির আকৃতি করে তারা ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.