বায়ুদূষণে আজ সপ্তম ঢাকা

0
98
ফাইল ছবি

দূষিত বাতাসের শহরের তালিকায় শনিবার ঢাকার অবস্থান সপ্তম। আজ ‘অস্বাস্থ্যকর’ অবস্থা কেটে বিশেষ ব্যক্তিদের জন্য ‌‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বেলা ১১ টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১৪০। চলতি বছরের জানুয়ারি থেকে দূষিত শহরের তালিকায় বেশিরভাগ সময়েই শীর্ষে ছিল ঢাকা। ফেব্রুয়ারিতেও বেশিসংখ্যক দিন অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। এ ধারাবাহিকতা রয়েছে  মার্চেও।

একিউআই স্কোর ১৯৬ নিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে থাইল্যান্ডের চিয়াং মাই। দ্বিতীয় স্থানে আছে  ঘানার আক্রা, স্কোর ১৫৮। ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের শেনিয়াং শহর। চতুর্থ স্থানে আছে নেপালের কাঠমুন্ডু, স্কোর ১৫৪। পঞ্চমে পাকিস্তানের করাচি, স্কোর ১৫৩।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.