বাদ পড়া ব্যক্তিরা ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন: ইসি

0
91
নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে

২০২৩ সালের ২ মার্চের আগে ১৮ বছর হলেও যাঁরা ভোটার হতে পারেননি, তাঁরা আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা ভোটও দিতে পারবেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিককের বলেন, আইন অনুযায়ী প্রতিবছর ২ মার্চ আমরা ভোটারদের হালনাগাদ তথ্য প্রকাশ করে থাকি। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মার্চ আমরা ভোটার তালিকা প্রকাশ করেছি। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সালের ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে, সে ক্ষেত্রে এই মধ্যবর্তী সময়ে যাঁদের ওই সময় (২ মার্চের আগে) ১৮ বছর হয়েছিল, কিন্তু বাদ পরেছেন, তাঁরা ভোটার হতে পারবেন। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে তাদের ভোটার হওয়ার সুযোগ দেওয়া হবে।

নির্বাচন কমিশন সচিব আরও বলেন, ‘যদি কেউ তার ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সেটাও আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করে সম্পন্ন করতে হবে। তাঁরাও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।’

চলতি বছরের ২ মার্চ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের পর যাঁদের বয়স ১৮ বছর হয়েছে, তাঁরা আগামী জানুয়ারি মাসের আগে ভোটার হতে পারবেন না বলে জানান জাহাংগীর আলম। তিনি বলেন, তাঁদের ভোটার হতে হবে ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে।

নির্বাচন কমিশনের বিভিন্ন পদে নিয়োগ বা পদোন্নতির জন্য কমিটি গঠনের বিষয়ে ইসি সচিব বলেন, ‘পদোন্নতি তো হয়েই গেছে আমাদের, যেটা বিধিতে আছে সেটা। এটা চলমান কাজ।’

জাহাংগীর আলম আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধিবিধানের আলোকে কমিটিগুলো গঠিত আছে, সেখানে নতুন কনসেপ্ট আছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.