বাগদাদে ৭ বছর আগের ভয়াবহ বোমা হামলার দায়ে ৩ জনের ফাঁসি

0
98
২০১৬ সালের ওই বোমা হামলার জায়গায় শোকাহত ইরাকি নারীরা। ছবি: বিবিসি থেকে নেওয়া

ইরাকের রাজধানী বাগদাদে ২০১৬ সালে এক ভয়াবহ বোমা হামলায় ৩২০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সাত বছর আগের সেই হামলার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সোমবার ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর- এএফপি ও বিবিসির।

বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। সূত্রের বরাতে এএফপি জানায়, গত রোববার রাত কিংবা গতকাল ভোরে ফাঁসি কার্যকর করা হয়েছে।

২০১৬ সালের ৩ জুলাই ওই হামলার সময় ছিল রমজান মাস। বাগদাদের কাররাদা শপিং এলাকায় হঠাৎ শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। পরে ওই হামলায় ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ইরাকে গত বছর ১১ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির আদালত এ সময় ৪১ জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.