বাংলাদেশের ভাগ্য শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের জনগণ নির্ধারণ করবে: আইনমন্ত্রী

0
100
এবি ব্যাংকের উদ্যোগে স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের কসবা তফজ্জল আলী কলেজ মাঠে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নয়, বাংলাদেশের ভাগ্য শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের জনগণ নির্ধারণ করবে। আমরা জাতির পিতার আদর্শের সৈনিক, আমরা স্বাধীন নাগরিক, আমাদের ভবিষ্যৎ আমরাই করব, বিদেশিরা নয়।’

আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের কসবা তফজ্জল আলী কলেজ মাঠে এবি ব্যাংকের উদ্যোগে স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রে কেবল বিদেশিরাই নয়, ষড়যন্ত্রে এ দেশের একশ্রেণির লোক রয়েছে। তাদের কাজ হলো বিদেশিদের কান ভারী করা। ওরা বলে, বাংলাদেশের মানুষ কষ্টে আছে। এটি সঠিক নয়, সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা স্বীকার করছি, দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতির কারণে মানুষের কিছুটা সমস্যা হচ্ছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এর শিকার আমরাও। তবে এবার আমাদের বাম্পার ফলন হয়েছে। আমাদের সংকট হবে না।’

বিএনপির শেষ বাজেট ৬৫ হাজার কোটি টাকা ছিল উল্লেখ আইনমন্ত্রী বলেন, বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাজেট দাঁড়িয়েছে ছয় লাখ কোটি টাকার ওপরে। তিনি বলেন, ‘আমাদের বাজেট আমরাই দিই, কিন্তু আপনারা জানেন, বিএনপির আমলে ফ্রান্সের রাজধানী প্যারিসে দাতা সংস্থার সদস্যদের নিয়ে বৈঠক বসত, বাংলাদেশকে কী পরিমাণ ঋণ এবং অনুদান দেওয়া হবে সেই বিষয়ে। সেই ঋণ এবং অনুদানের ওপর ভিত্তি করে এ দেশের বাজেট প্রণয়ন হতো।’

গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষকদের গাড়ি, বাড়ি ও হাঁড়ি বিক্রি করে সেই ঋণ পরিশোধ করতে হতো মন্তব্য করেন আইনমন্ত্রী বলেন, বর্তমান কৃষিবান্ধব শেখ হাসিনার সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পাঁচ হাজার কোটি টাকার কৃষিঋণ তহবিল গঠন করে বেসরকারি ব্যাংকের মাধ্যমে সুষ্ঠু বণ্টনের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষিঋণ বিতরণ করছে।

এবি ব্যাংকের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার ১ হাজার ৮০০ কৃষকের মধ্যে ১৮ কোটি টাকা কৃষিঋণ বিতরণ উপলক্ষে কসবা তফজ্জল আলী কলেজ মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভূঁইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম, মো. রুহুল আমিন ভূঁইয়া, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.