বরিশালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাতার মৃত্যু

0
103
বজ্রপাত

চরএককরিয়া ইউনিয়নের ১ নম্বর চরলতা ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল হোসেন বলেন, গতকাল রাতে শহিদ ও রাসেল গজারিয়া নদীতে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাতে তাঁদের নৌকাটি ডুবে যায়। এ সময় বৃষ্টিও হচ্ছিল না। পরে নদীতে থাকা অন্য জেলেরা এগিয়ে আসেন। পরে তাঁরা নৌ পুলিশকেও খবর দেন। পরে তাঁরা শহিদ ও রাসেলের লাশ উদ্ধার করে কিনারে নিয়ে আসেন।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম আজ সোমবার দুপুরে বলেন, দুই জেলের লাশ নৌ পুলিশ স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে গত শনিবার সন্ধ্যায় চরএককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামে আকস্মিক কালবৈশাখীতে ১০ থেকে ১৫টি ঘর বিধ্বস্ত হয়ে যায়। উড়ে যায় অন্তত ৫০টি ঘরের টিনের চালা। উপড়ে গেছে অনেক গাছ। ঝড়ে আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলেরও ক্ষতি হয়েছে।

মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুন্নবী আজ বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকা পেলে তাঁরা পরবর্তী ব্যবস্থা নেবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.