বন্ধ আশপাশের মার্কেট, ক্ষতিতে কয়েক হাজার ব্যবসায়ী

নিউ সুপার মার্কেটে আগুন

0
156
আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় আশপাশের বেশ কয়েকটি মার্কেট বন্ধ রয়েছে। ফলে এসব মার্কেটের কয়েক হাজার দোকানপাটে বেচাকেনা হচ্ছে না। এসব মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন, ঈদের আগে এ আগুনে তাঁদের অপূরণীয় ক্ষতি হয়েছে।

আজ শনিবার ভোরে আগুন লাগে রাজধানীর নিউ সুপার মার্কেটে। এরপর সাইন্সল্যাব মোড় থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। ফলে পুরো এলাকায় অধিকাংশ মার্কেটের দোকানপাট বন্ধ।

নূরজাহান মার্কেটের পোশাক বিক্রির দোকান ম্যাক্সের বিক্রয়কর্মী শেখ জয়নাল আবেদীন মার্কেটের বাইরে দাঁড়িয়েছিলেন। জানতে চাইলে জয়নাল আবেদীন বলেন, আগুন লাগার কারণে পুরো এলাকায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ। এ ছাড়া এ পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাও আছে, তাই দোকান খোলা যাচ্ছে না। আজ আর দোকান খুলবে কি না, সেই সিদ্ধান্ত বিকেলে হতে পারে।

নূরজাহান মার্কেটের মতো গ্লোব সুপার মার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, গাউসিয়া মার্কেট, চাঁদনি চক, নিউমার্কেট ও চন্দ্রিমা মার্কেটের দোকানপাট বন্ধ।

ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) বণিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্যসচিব কাজী আবুল খায়ের বলেন, নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার যে অংশে (পূর্ব পাশে) আগুন লেগেছে, সেখানে আনুমানিক ২৫০টি দোকান রয়েছে। সেখান থেকে ব্যবসায়ীরা খুব বেশি জিনিসপত্র বের করতে পারেননি। প্রচণ্ড ধোঁয়া আর গরমের কারণে ভেতরে যাওয়া যাচ্ছে না। ফলে কী পরিমাণে ক্ষতি হয়েছে, তা এক্ষুনি বলা যাচ্ছে না।

চন্দ্রিমা সুপার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি মনজুর আহমেদ বলেন, এ এলাকায় অন্তত পাঁচ হাজার দোকান আছে। আগুনের কারণে সবার অপূরণীয় ক্ষতি হয়েছে। দোকান খুলতে যত দেরি হবে, ক্ষতির পরিমাণ তত বাড়বে।

সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পাঁচ হাজারের মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়। দোকান পুড়ে ছাই হওয়ার কারণে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ঘটনাস্থলে এসে বলেন, ঈদের আগে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটের আগুনের ঘটনায় শুধু এই দুই মার্কেট-ই নয়, সারা দেশের ঈদকেন্দ্রিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.