প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, বড় পরিবর্তন আর্জেন্টিনার

0
116

ফিফা জুন উইন্ডোতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এখন এশিয়া সফরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই সফরের প্রথম ম্যাচে চীনের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় মেসিরা। সোমবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে লিওনেল মেসিদের এই সফর। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার গেলোরা ব্যাংকর্নো স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের একাদশে ব্যাপক পরিবর্তন থাকার আভাস দিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ দল আর্জেন্টিনা, ইন্দোনেশিয়ার র‍্যাংকিং ১৪৯ নম্বরে। শক্তির বিবেচনায় লড়াইটা একপেশেই হওয়ার কথা। এমনকি বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই সহজে উতরে যাওয়ার কথা স্ক্যালোনির শিষ্যদের। অবশ্য তিনি জানিয়েছেনও এই ম্যাচে তরুণদের বাজিয়ে দেখতে চান।

যে কারণে স্কোয়াড থেকে ছুটি দিয়েছেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওটামেন্ডিকে। অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে সাত-আটটি পরিবর্তন আনতে পারে লিওনেল স্কালোনি। গোলরক্ষক মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে রুলিকে। শুরু থেকে একাদশে দেখা যেতে পারে আলভারেজকে।

আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ‘মেসি বিশ্রামে থাকবে। তার বিশ্রাম নেওয়া উচিত। মেসির পাশাপাশি ডি মারিয়া ও ওটামেন্ডিরও বিশ্রাম দরকার। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আমরা ম্যাচ খেলব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর্জেন্টিনা দল যে কোনো খেলোয়াড়ের চেয়ে বড়। মেসি না থাকলেও আশা করি দর্শকরা ম্যাচটি উপভোগ করবে।’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : জেরনিমো রুলি, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালের্দি, জার্মান পেজেলা, মার্কোস আকুনা, প্যালাসিও, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লুকাস ওকাম্পোস, জুলিয়ান আলভারেজ এবং গার্নাচো/নিকো গঞ্জালেজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.