পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ, মাঝনদীতে ৪ ফেরি আটকা

0
83
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল নাগাদ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যাত্রী ও যানবাহন নিয়ে এসময় মাঝ নদীতে আটকে রয়েছে চারটি ফেরি।

জানা যায়, শনিবার সন্ধার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টার পর কুয়াশার চাদরে ঢেকে যায় নদীপথ। পরে দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট এই দুটি নৌরুটে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ‘রাতের দিকে ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপদ্মায় আটকে আছে চারটি ফেরি। এদিকে ফেরি বন্ধ থাকায় বেশ কিছু পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় ঘাটে অপেক্ষমান রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.