পর্দায় নারী চরিত্রে অভিনয় করতে গিয়ে কী হয়েছিল, জানালেন আয়ুষ্মান

0
102
‘ড্রিম গার্ল টু’ ছবির দৃশ্যে আয়ুষ্মান। টুইটার

অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। চার বছর পর আবার রুপালি পর্দায় ফিরবেন ‘ড্রিম গার্ল’। মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুরানার বহুল প্রতীক্ষিত ছবি ‘ড্রিম গার্ল টু’।

পূজার সুরেলা কণ্ঠের জাদু কাবু করেছিল অনেককেই। ফোনের অপর প্রান্ত থেকে এই স্বপ্নের সুন্দরীর মধুর আওয়াজ ভেসে আসত। তাঁর কণ্ঠের জাদুতে অনেকেরই হৃদয়ের ঘণ্টা বেজে উঠত। এদিকে ‘পূজা’র আড়ালে আসলে ছিলেন এক পুরুষ। তিনি আর কেউ নন, আয়ুষ্মান খুরানা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ড্রিম গার্ল’ ছবিতে ‘পূজা’রূপী আয়ুষ্মান খুরানা নারী-পুরুষ সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আবার তিনি ‘পূজা’র বেশে আসছেন।

গত মঙ্গলবার মুম্বাইয়ের বিকেসিতে অবস্থিত মেটা অফিসে ‘ড্রিম গার্ল টু’ ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এদিন মুক্তি পায় ছবির ট্রেলার। রাজ শান্ডিল্য পরিচালিত এবং একতা কাপুর প্রযোজিত এই কমেডি-ড্রামা ছবিতে আয়ুষ্মানের বিপরীতে দেখা যাবে অনন্যা পান্ডেকে।

ছবির প্রচারে আয়ুষ্মান ও অনন্যা। এএনআই
ছবির প্রচারে আয়ুষ্মান ও অনন্যা। এএনআইANI

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা, অনন্যা পান্ডে, রাজ শান্ডিল্য, একতা কাপুর ছাড়া ছবির অন্য দুই অভিনেতা রাজপাল যাদব, আর অভিষেক ব্যানার্জি।

‘ড্রিম গার্ল টু’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আয়ুষ্মান সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রসঙ্গে বলেন, ‘আমার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অনন্যা। আমি বলেছিলাম, আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অনন্যা পান্ডে। ছবিতে আমাকে তার মতো সুন্দরী করে দেওয়ার কথা বলেছিলাম। আমি সব সময় চেষ্টা করেছিলাম অনন্যার মতো সুন্দরী হয়ে উঠতে।’
আয়ুষ্মান কথা বলেন শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও, ‘মথুরাতে ৪৫ ডিগ্রি গরমে এই ছবির শুটিং হয়েছিল। তার ওপর মাথায় পরচুলা, ভারী অলংকার আর জমকালো পোশাক পরতে হয়েছিল। সব মিলিয়ে আমার নাজেহাল অবস্থা। আমি মেয়েদের বরাবরই সম্মান করে এসেছি। কিন্তু এই ছবির পর তাঁদের অন্তর থেকে আরও অনুভব করতে পেরেছি। আর মেয়েদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়েছে। তবে পর্দায় মেয়ে হওয়া অতটা কঠিন কাজ ছিল না। আমাকে একটু ওজন কম করতে হয়েছিল। আমার মেটাবলিজম রেট বেশ ভালো। তাই সহজে তা করতে পেরেছিলাম। ছবিতে ভরপুর হাস্যরস আছে। আমার বিশ্বাস যে ছবিটা দর্শক পছন্দ করবেন।’

ছবির প্রচারে আয়ুষ্মান ও অনন্যা। এএনআই

নিজের চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে এই বলিউড তারকা বলেছেন, ‘আমি শুধু নারীদের মতো সাজপোশাক করিনি। আমি মেয়েদের পারফিউমও ব্যবহার করতাম। আমি যাতে নিজেকে অন্তর থেকে মেয়ে বলে অনুভব করতে পারি। আসলে আমি আমার চরিত্রের গভীরে পুরোপুরি প্রবেশ করেছিলাম। বাড়ি ফিরলে বাড়ির কুকুরও আমাকে চিনতে পারেনি। ওরা সাধারণত গন্ধ শুঁকে মানুষ চেনে। আমার মনে হয় যে আমার গা থেকে মেয়েলি গন্ধ ছাড়ছিল বলে সে আমাকে চিনতে পারেনি। এমনকি আমার স্ত্রী আর সন্তানেরা একবার ছবির সেটে এসে আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। তারা আমাকে দেখে বিশ্বাসই করতে পারছিল না।’

হাসতে হাসতে আয়ুষ্মান বলেন, ‘এই ছবিতে আমি নায়ক-নায়িকা দুইয়ের ভূমিকায় অভিনয় করেছি। তাই আমি চাই, আমি যেন সেরা অভিনেত্রীর পুরস্কার পাই।’
‘ড্রিম গার্ল টু’ ছবির মাধ্যমে আয়ুষ্মান আর অনন্যা প্রথমবার জুটি বেঁধে আসছেন। আর তাঁদের মধ্যে বয়সের তফাত ১৪ বছরের। বয়সে অনেক বড় অভিনেতার সঙ্গে কাজ করার প্রসঙ্গ উঠতে অনন্যা বলেন, ‘এটা আজকের বিষয় নয়। বয়সের ব্যবধান আগে থেকে চলে আসছে। আমার মনে হয় না যে এই ছবি দেখার সময় মানুষের মনে বয়সের ব্যবধান নিয়ে কোনো প্রশ্ন আসবে। মানুষ শুধু বয়স নিয়ে ভাবলে সেটা সমস্যার বিষয়। আর যদি দুজন মানুষ তাঁদের অভিনীত চরিত্রের সঙ্গে মানানসই হয়, তাহলে আর সমস্যা কোথায়।’

এ ছবিতে আয়ুষ্মান ও অনন্যা ছাড়া আছেন আসরানি, পরেশ রাওয়াল, অন্নু কাপুর, অভিষেক ব্যানার্জি, মনজোত সিং, রাজপাল যাদব, বিজয় রাজ, সীমা পাহওয়াসহ আরও অনেকে। ছবিটি ২৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.