পরীমণির জীবন অনেকটা আমার মতো: তসলিমা নাসরিন

0
115
তসলিমা নাসরিন ও পরীমণি

বাংলাদেশ থেকে নির্বাসিত লেখক তসলিমা নাসরিন নিজের সঙ্গে বাংলাদেশের আলোচিত নায়িকা পরীমণির মিল খুঁজে পেয়েছেন।

পরীমণির ফেসবুক আইডিতে রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের স্পষ্ট ইঙ্গিত দেওয়ার পর শুক্রবার রাত ৩ টা ২৭ মিনিটে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে –। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’

পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই  আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

১৯৯৩ সালে ‘লজ্জা’ নামক তার উপন্যাসটিতে বাংলাদেশের মুসলিমদের দ্বারা সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর অত্যাচারের বর্ণনা করা হয়। এই উপন্যাসটি প্রকাশের পর অমর একুশে বই মেলায় সন্ত্রাসীরা তসলিমার ওপর শারীরিকভাবে নিগ্রহ করে। ‘লজ্জা’ নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়।

১৯৬২ সালের ২৫ আগস্ট ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন তসলিমা নাসরিন। ১৯৯৪ সালে তিনি দেশত্যাগ করেন। বর্তমানে ভারতে বসবাস করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.