নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

0
83
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রউফ

নাশকতার অভিযোগে হওয়া একটি মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রউফকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় সদর উপজেলার আলীপুর চেকপোস্ট এলাকার সোনালী ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আবদুর রউফ সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি আলীপুর সোনালী ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী। আজ রোববার সাতক্ষীরা সদর থানার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আবদুর রউফকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছিল। শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, আবদুর রউফ আলীপুর এলাকার সোনালী ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে। এরপর পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি আবু জিহাদ জানান, ২০২২ সালের ২ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ইসমাইল হোসেনের করা একটি নাশকতা মামলার আসামি হিসেবে আবদুর রউফকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.