ধোলাইখালে পুলিশ–বিএনপি সংঘর্ষ

0
132
ধোলাইখালে বিএনপি ও পুলিশের সংঘর্ষ

পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ বিএনপির অবস্থান কর্মসূচিতে কাঁদানে গ্যাস ছুড়েছে।

সরেজমিনে দেখা যায়, ধোলাইখালে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতা-কর্মীরা পিছিয়ে যায়। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোয়া বাতাসে পুলিশের দিকেই আসতে থাকে। এতে পুলিশের কিছু সদস্য আক্রান্ত হন।
তখন বিএনপির নেতা-কর্মীরা সংঘটিত হয়ে পুলিশকে ধাওয়া দেয়।

বেলা পৌনে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল।

এর আগে পুরান ঢাকার ধোলাইখালে বেলা ১১টার পরে কয়েকশ বিএনপির নেতা-কর্মী প্লাস্টিকের লাঠিতে জাতীয় পতাকা বেঁধে সড়কের একপাশে অবস্থান নেন। তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

বিএনপির এই কর্মসূচি পালনের কথা ছিল নয়াবাজারে। তবে সেখানে আজ সকাল সাতটা থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ সদস্যও সেখানে মোতায়েন করা হয়।

বিএনপির নেতা-কর্মীরা নয়াবাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ধোলাইখাল এলাকায় অবস্থান নেন। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.