দ্রুত সমঝোতায় আসতে হবে, সময় বেশি নেই

0
104
শাহদীন মালিক

নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান দুই দল পরস্পরবিরোধী অবস্থানে অনড়, যা নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। আলোচনার মধ্য দিয়ে দ্রুত সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করেছেন শাহদীন মালিক

প্রধান দুই রাজনৈতিক দল যদি পরস্পরবিরোধী অবস্থানে অনড় থাকে, তবে দেশে অশান্তি ও অরাজকতার আশঙ্কা থাকবে; যেটা কারও কাম্য নয়। কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার সম্ভাবনা দেখি না।

আমাদের মনে রাখতে হবে, সময় বেশি নেই। নির্বাচনের আর পাঁচ মাস সময় আছে। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনীতিবিদদের দ্রুত একটা সমঝোতায় আসতে হবে। প্রধান রাজনৈতিক দলগুলো যদি অনড় থাকে, সবকিছু বিবেচনা করে সমাজের স্বতন্ত্র ব্যক্তিরাও এগিয়ে আসতে পারেন। সমাধানের বিকল্প কোনো উপায় বা প্রস্তাব থাকলে আলোচনার জন্য রাজনীতিবিদের সামনে তুলে ধরতে পারেন।

দুই দল একেবারে অনড় অবস্থানে চলে গেছে, এমনটি মনে করি না

যদিও এখন পর্যন্ত প্রধান দুই দলের নেতাদের বক্তব্যে সমঝোতা বা সমাধানের ইঙ্গিত দেখা যাচ্ছে না। বিদেশিরা নানা উপদেশ দিচ্ছে। বিদেশিরা আমাদের সংকটের সমাধান করতে পারবে না। আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। সংকট আরও ঘনীভূত হওয়ার আগেই সেটা করতে হবে। শেষ বিচারে রাজনীতিবিদদের ওপরই সবকিছু নির্ভর করছে। তাঁদেরই সমাধান করতে হবে। বড় দুই দল যার যার অবস্থানে অনড় থাকলে গণতন্ত্রের পথ সুগম হবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.