দেশে সাক্ষরতার হার ৭৬ দশমিক ৮: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

0
102
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৮ দশমিক ৮। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। আজ শুক্রবার সাক্ষরতা দিবস উদ্‌যাপনের তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রীর এ তথ্যানুযায়ী এখনো দেশে ২৩ শতাংশের বেশি জনগোষ্ঠী নিরক্ষর। এই জনগোষ্ঠী সাত বছরের বেশি বয়সী।

অবশ্য সার্বিকভাবে সাক্ষরতার হার বেশি হলেও প্রায়োগিক সাক্ষরতার হার আরও কম। বিবিএসের প্রায়োগিক সাক্ষরতা জরিপ ২০২৩–এর তথ্য বলছে, ৭ থেকে ১৪ বছর বয়সীদের প্রায়োগিক সাক্ষরতা প্রায় ৭৩ শতাংশ। আর ১১ থেকে ৪৫ বছর বয়সীদের এই হার ৭৩ দশমিক ৬৯।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, তাঁরা এ হার শতভাগ অর্জন করতে চান।

ইউনেসকোর সঙ্গে মিল রেখে এবার বাংলাদেশে সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’। দিবসটি উপলক্ষে আজ আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.