তারেক-জোবাইদার বিরুদ্ধে ৩ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য

0
126
তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিন ব্যাংক কর্মকর্তা। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান সোমবার তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন। তাদের সাক্ষ্য শেষে আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আদালত।

এই তিনজন ব্যাংক কর্মকর্তা হলেন- এবি ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার প্রিন্সিপাল অফিসার ইমরান আহমেদ, প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট এস এম মুসা করিম ও সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট ওবায়দুর রশিদ খান।

সাক্ষীরা তাদের জবানবন্দিতে আদালতকে জানান, মামলার তদন্তকালে তারা এবি ব্যাংকের কারওয়ান বাজার শাখায় কর্মরত ছিলেন। এ সময় তাদের উপস্থিতিতে তাদের কার্যালয় থেকে জোবাইদা রহমানের এফডিআর সংক্রান্ত কিছু নথি জব্দ করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে দম্পতিকে পলাতক দেখানো হয়েছে। সোমবার আদালতে তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলাটিতে চার্জশিটভুক্ত ৫৬ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। দুদকের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল বিষয়টি জানিয়েছেন।

গত ১৩ এপ্রিল তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের মালিক হওয়া এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। এর মধ্যে ২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। তারেক রহমান ও জোবাইদা ২০০৮ সাল থেকে লন্ডনে আছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.