তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই: রওশন এরশাদ

0
124
রওশন এরশাদ।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। নির্বাচন কমিশনই পারে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে। অস্থায়ী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যাই বলা হোক না, কোনো অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন চায় না জাতীয় পার্টি।’

বুধবার দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বিবৃতিতে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুখকর নয়। উন্নত গণতন্ত্র চর্চার দেশগুলোতে এমন ব্যবস্থা নেই। সাংবিধানিক ধারা মেনে নির্বাচন হবে। তা হবে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন সরকার শুধু কমিশনকে সহায়তা করবে। ওই নির্বাচনেই অংশ নেবে জাতীয় পার্টি।’

বিভিন্ন দেশের এবং জাতিসংঘের প্রতিনিধিদের পর্যবেক্ষক হিসেবে আসার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখুন। বাংলাদেশের অভ্যন্তরীণ ও সাংবিধানিক বিষয়ে কারও অযাচিত হস্তক্ষেপ কাম্য নয়।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.