ঢাকা–১৭–তে ভোটার উপস্থিতি কম হলেও পরিবেশ ভালো: ইসি

0
73
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আজ সোমবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামুলক কম হলেও সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। অনিয়মের অভিযোগও পাওয়া যায়নি।’

আজ সোমবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদা সুলতানা।

এই নির্বাচন কমিশনার বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে যান ভোট শুরুর সময় সকাল আটটার দিকে, যখন এজেন্টরা কেন্দ্রে আসছেন কেউ কেউ, ভোটারও আসতে শুরু করেছেন।

ভোটের পরিস্থিতি দেখে দুপুরে নির্বাচন ভবনে রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। এজেন্টের সঙ্গে কথা বলেছি। ভোটারদের বাধা দেওয়া, প্রতিদবন্ধকতা ছিল না। সিসিটিভি ক্যামেরায়ও ভোটের কোনো অনিয়ম দেখিনি। কোনো অভিযোগও কেউ দেয়নি।’

রাশেদা সুলতানা বলেন, ‘ভোটার উপস্থিতিটা আমরা একটু দেখতে পাচ্ছি কম। কারণ হিসেবে আমার ব্যক্তিগত ধারণা, স্বল্প সময়ের মেয়াদ আছে এ সংসদের, এ জন্য ভোটারদের আগ্রহ কম হতে পারে। আর অভিজাত এলাকায় অনেকে হয়তো এ ভোট নিয়ে অতটা আগ্রহী না–ও হতে পারে। টিপটিপ বৃষ্টি হচ্ছিল সকালে, এ জন্য হয়তো সকালে আসেনি অনেকে। বিকেলে আরও বাড়তে পারে। দেখা যাক কী হয়, কত শতাংশ ভোট পড়ে।’

স্বতন্ত্র প্রার্থী তারেকুল ইসলাম ভুঞা ভোট বর্জন করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘গণমাধ্যমে দেখলাম। অভিযোগ থাকতে পারে, এটা সত্য বা মিথ্যা, তা কিন্তু নয়। সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেব। তবে এত অল্প সময়ে কেন বর্জন করলেন, বুঝতে পারলাম না। পরিবেশ দেখতে পারতেন, উনি দেখতে পারতেন। দিনের শুরুতেই যদি বলে ন্যায্যতা পাচ্ছি না, এটা তো মুশকিল। চারটা পযন্ত ওনার চাওয়ার মতো হচ্ছে কি না, দেখতে পারতেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, সুষ্ঠু ভোটের জন্য ইসির আন্তরিকতার ঘাটতি নেই। ঢাকায় ব্যালট পেপারের পাশাপাশি বেনাপোল ও ভান্ডারিয়া পৌরসভায় ইভিএমে ভালো নির্বাচন হচ্ছে। ভোটার উপস্তিতিও ভালো। তবে ঢাকায় ভোটার উপস্থিতি কম হতে পারে।

আহসান হাবিব খান জানান, ভান্ডারিয়া পৌরসভায় কয়েকজন দুষ্কৃতকারী চার-পাঁচটি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ক্যাবল কেটে ফেলেছে গতকাল রোববার রাতে। সকালের মধ্যে তিনটি মেরামত করে ফেলা হয়েছে।

আহসান হাবিব খান জানান, এসব কেন্দ্রে ইসির আলাদা অবজারভার রাখা হয়েছে। প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করা হবে। এ ছাড়া এ নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের হুমকি দেওয়ায় উপজেলা চেয়ারম্যানের ‘ঔদ্ধত্য’ আচরণের জন্য ভোট শেষে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া ঢাকায় ভোটকেন্দ্রে একজন সাংবাদিকের দায়িত্বপালনকালে মোবাইল নিয়ে হয়রানির ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এ নির্বাচন কমিশনার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.