ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তায় মাস্টার্স, ৩ সেমিস্টারের কোর্স ফি ৩ লাখ ৭৪ হাজার টাকা

0
100
সাইবার নিরাপত্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি বিষয়ে প্রফেশনাল মাস্টার্স (পিএমআইসিএস) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে।

২০২৩–২৪ শিক্ষাবর্ষে ফল সেমিস্টারে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষা দিয়ে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রফেশনাল মাস্টার্সে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৩ সেমিস্টারের এ কোর্সের ফি ৩ লাখ ৭৪ হাজার টাকা।

প্রফেশনাল মাস্টার্সের এ কোর্সে সফটওয়্যার সিকিউরিটি, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি ফান্ডামেন্টালস, ডিজিটাল ফরেনসিক, অ্যাপ্লায়েড ক্রিপ্টোগ্রাফি, সাইবার সিকিউরিটি আইন ও নীতিসহ আরও কিছু বিষয়ে পড়ানো হবে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য

  • ৩৬ ক্রেডিট
  • উন্মুক্ত ক্রেডিটব্যবস্থা
  • ১০টি কোর্স ও সাইবার সিকিউরিটিবিষয়ক প্রজেক্ট
  • ১ বছর ৬ মাসের কোর্স ৩ সেমিস্টারে শেষ হবে

আবেদনের যোগ্যতা

  • CSE/CS/IT/SE/CIT/ICT/ECE/ETE/EEE (অথবা IT/ICT সম্পর্কিত যেকোনো বিষয়) বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
  • প্রার্থীর সিজিপিএ–৪ স্কেলে কমপক্ষে ২.৫০ বা সমমানের রেজাল্ট থাকতে হবে;
  • কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ বা জিপিএ–২.৫০–এর কম থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন না;
  • সংশ্লিষ্ট বিষয়ে চাকরিরত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
  • আবেদনের জন্য বয়সের কোনো সীমা নেই;

যেভাবে আবেদন

অনলাইনে লিংকে আবেদনের বিস্তারিত তথ্য পাবেন।

আবেদন ফি

তিন হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

আবেদন শেষ কবে

১৬ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

লিখিত পরীক্ষার সময়, ফলাফল

২১ জুলাই বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল পরদিন ২২ জুলাই প্রকাশ করা হবে।

ক্লাস শুরুর তারিখ

আগামী ৪ আগস্ট ক্লাস শুরু হবে।

পড়ার খরচ

৩ সেমিস্টারের এ কোর্সের ফি ৩ লাখ ৭৪ হাজার টাকা।
ভর্তি ও সেমিস্টার ফিসহ আরও তথ্য জানতে ক্লিক করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.