ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

0
128
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীতে ঠাসা। অনেক ডেঙ্গু রোগী সিঁড়ির সামনে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩০৩ জনের মৃত্যু হলো। তাঁদের বেশির ভাগেরই মৃত্যু হয়েছে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয়।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা মহানগরের ভেতরে সাতজন এবং ঢাকা মহানগরের বাইরে তিনজন। চলতি বছর এই রোগে ঢাকার হাসপাতালগুলোয় ২৪১ জন এবং ঢাকার বাইরে ৬২ জন মারা গেছেন।
এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০৪ রোগী মারা গেছেন গত জুলাইয়ে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬৩ হাজার ৯৬৮ জন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরে ৩৪ হাজার ৫২৩ জন এবং ঢাকার বাইরে ২৯ হাজার ৪৪৫ জন। এখনো পর্যন্ত চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৫৪ হাজার ৩৩১ জন।

এদিকে ঢাকা মহানগরের বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বেশি। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৯৫ জন। তার মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৯ জন। আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ৪২৬ জন।

এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.