ডেঙ্গুতে মৃত্যু ১৪০০ ছাড়াল

এক দিনে প্রাণ গেল আরও ১৫ জনের

0
108

দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ১ হাজার ৪০৮ জন মারা গেলেন।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৩৫ জন এবং ঢাকার বাইরে ৫৭৩ জন মারা গেছেন। এ মাসের পাঁচ দিনে মৃত্যু হয়েছে ৬০ জনের।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এক দিনে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ১০৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩৩ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৭০ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকায় ১ হাজার ৮১৫ জন এবং অন্য জেলাগুলোতে ৪ হাজার ৮৮৯ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ৯০৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১ হাজার ১৫০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৭৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭১ হাজার ৭৯২ জন। ঢাকায় ৯৮ হাজার ৫০০ এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৮ হাজার ৫০০ জন বাড়ি ফিরেছেন।

চলতি বছরের জানুয়ারিতেই ডেঙ্গুতে প্রথম মৃত্যু ঘটে। জুনে ভয়াবহ রূপ ধারণ করে ডেঙ্গু। মৃত্যু হয় ৩৪ জনের। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যথাক্রমে ২০৪, ৩৪২ ও ৩৯৬ জন মারা যান। অক্টোবরে মারা গেছেন ৩৫৯ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.