ডেঙ্গুতে একদিনে ৫০০ রোগী হাসপাতালে ভর্তি

0
115
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় শনিবার (সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০০ ডেঙ্গু রোগী। এ সময়ে মৃত্যু হয়েছে দু’জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন আক্রান্ত ৫০০ ডেঙ্গু রোগীর মধ্যে ৪১৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৮৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে মোট ১ হাজার ৫০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৫৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩৪৪ জন ভর্তি রয়েছেন।

গত ১ জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৮৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৩৫২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৮৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪২ জন মারা গেছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬২ হাজার ৩৮২ জন ভর্তি হন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান মোট ২৮১ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.