ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচারের অভিযোগে আটক ৫: সিআইডি

0
30
সিআইডি

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে প্রায় ৪০০ কোটি টাকা পাচারের অভিযোগে ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল বুধবার রাতে ঢাকা ও চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এই তথ্য জানান।

আজাদ রহমান বলেন, পাঁচজন আটক করা হয়েছে। তাঁরা ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ৩টার রাজধানীর মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.